+8801738267201

0
LIMBO এর কভার ফটো!
অনেকে অনেক গেম খেলেছেন। অনেক হাই হাই গ্রাফিক্স এর গেম ওভার করেছেন। বিশাল বিশাল সাইজ এর গেম কে ধরাসাই করে আনন্দ লুটেছেন! :D  এই গেমটি অন্য সব গেমের মতো নয়, সাইজ এর দিক থেকে তো নয় ই! যারা আগে খেলেছেন তাদের কাছে নতুন করে পরিছয় করিয়ে দেয়ার কিছু নেই। গেমটির নাম লিম্ব! LIMBO.
আলো আধারে ঘেরা পরিবেশে ছোটো একটা ছেলে বের হয়েছে তার পিচ্চি বোনটার খোজে। প্রতিটা মুহুরতে রয়েছে অজানা এক অন্য রকম চরম উত্তেজনা। গেমের পুরো অন্স জুরেই রয়েছে ভৌতিক এক পরিবেশ। নানা ধরনের পাজেল দিয়ে সাজান হয়েছে এই গেম টি।
ভৌতিক পাজেল এর একটা দৃশ!
গেমটি খেলতে খেলতে আপনি হারিয়ে জাজবেন অন্য এক মায়াবি ভহুবনে। প্রতিটা পাজেল ই অনেক চমৎকার। আর মাথা ঘামানো
বড় মাকড়সার আক্রমন!
বনের মাজ দিয়ে পেরিয়ে আপনি চলে যাবেন কলকারখানার দুনিয়ায় আবার মাঝে মাঝে থাকবে পানি নিয়ে অনেক পাজেল।
মাকড়সার হাত থেকে বাঁচতে পানির উপর পাজেল।
এই গেম টি খেলার জন্য আপনার পিসি কে গেমিং রিগ হতে হবে না। জাস্ট একটা নরমাল পিসি তেই খেলা যাবে। এই গেমটির মিনিমাম সিস্টেম রিকয়ারমেন্ট নিচে দেয়া হলোঃ
CPU: 2 GHz
RAM: 512MB
VGA:  Integrated graphics and very low budget cards
DX:  9.0c
OS: Windows XP, Vista, 7
HDD: 150MB
গেমটির সাইজ মাত্র ৯৮ MB.  এখান থেকে টরেন্ট ডাউনলোড করে নিন।
ধন্যবাদে,

একটি মন্তব্য পোস্ট করুন

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.