+8801738267201

0
হ্যালো বন্ধুরা আজ আমরা কিছু জনপ্রিয় মোবাইল আপ্লিকেশন নিয়ে আপনাদের সামনে এসেছি যে গুলো আপনি আপনার অবসর সময়ে ব্যাবহার করতে পারেন সময় কাটানোর জন্য। এখনকার সময় হলো স্মার্ট ডিভাইস এর সময় আপনি ঘড়ে বাইরে যে কোন স্থানে আপনার স্মার্ট ফোন কিংবা ট্যাবলেট দিয়ে নানা ধরনের কাজ করতে পারেন। এই স্মার্ট ডিভাইস এর কল্যাণে আপনার অবসর সময়ে কিংবা যে কোন সময়ে আপনার যদি একঘেয়ে মনে হয় তাহলে আপনার স্মার্ট ডিভাইসটি এখনি করে তুলুন আপনার বিনোদনের অন্য একটি মাধ্যম। তো চলুন কথা না বাড়িয়ে এমনি কিছু জনপ্রিয় মোবাইল আপ্লিকেশন এর সাথে আজ আমরা পরিচিত হব
Cut the Rope: Time Travel
বন্ধুরা হ্যাঁ এখন যে মোবাইল এপ্লিকেশন টি নিয়ে আলোচনা করব সেটা হল Cut the Rope. এই চমৎকার অ্যাপসটি আপনি আপনার মোবাইল কিংবা যে কোন ডিভাইস এ ইন্সটল করে নিতে পারেন দারুন সব ফিচার দিয়ে এই অ্যাপসটি বানানো হয়েছে
unnamed
Time Pass
এখন যে অ্যাপসটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হল Time Pass অ্যাপস এই টাইম পাস অ্যাপসটি ব্যাবহার করে আপনার অবসর সময় গুলো আপনি পার করতে পারন খুব সহজেই এটা একটা চরম মজাদার অ্যাপস
unnamed (1)
Angry Birds Rio
এখন একটি চমৎকার গেম এর সাথে আমরা পরিচিত হব। বিশ্বব্যাপি অনেক পুপলার গেম এইটা অ্যাংরি বার্ডস গেম এর কথা শুনেনি এমন লোক মনে হয় খুব কমই পাওয়া যাবে। অনেক মজাদার একটি গেম এইটা দারুন সব এডভেঞ্চার দিয়ে সাজানো গেমটি।
unnamed (2)

আশা করি আপনি যদি গেমটি আপনার ডিভাইস এ রাখেন তাহলে আমি মনে করি আপনার অবসর সময় অনেক মজার ভিতর দিয়ে কাটবে
Full House Casino
এখন যে অ্যাপস টি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা হল ক্যাসিনো গেম এই গেমটা খুবই মজাদার একটি মোবাইল গেমটি আপনি যদি পছন্দ করেন তাহলে এটা আপনি আপনার ডিভাইস এ রাখতে পারেন। চমৎকার এই গেমটিতে দারুন সব ফিচার দেওয়া
full house
Milk the Cow
আপনি যদি কখনো গাভীর কাছে যেয়ে না থাকেন তাহলে আপনি আপনার মোবাইল ডিভাইস কিংবা আপনার এন্ডোয়েড সাপোর্ট করে এমন ডিভাইসে আপনার মনের ইচ্ছা মত করে গাভীর দুধ দোহাতে পারেন ভার্চুয়ালি
milk
ত বন্ধুরা আশা করি যে ৫টি মোবাইল এপ্লিকেশন আপনাদের সামনে আলোচনা করলাম সেগুলো আপনাদের ভালো লেগেছে আজ আর নয় আশা করি আগামিতে ভালো কিছু নিয়ে হাজির হতে পারব সে পর্যন্ত ভালো থাকবেন
ধন্যবাদ

একটি মন্তব্য পোস্ট করুন

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.