+8801738267201

0
গ্রামীণফোন গ্রাহকদের জন্য তাদের ইন্টারনেট সেবা সাতটি প্যাকেজে পূণর্বিন্যাস করেছে।
আজ সোমবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের চাহিদা পূরণে এবং সবার কাছে ইন্টারনেট পৌঁছে দেয়ার লক্ষ্য অর্জনে এই প্যাকেজগুলো সহায়তা করবে বলে আশা করছে গ্রামীণফোন (জিপি)।
Gp Grameenphone
ইন্টারনেট প্যাকেজগুলোর আকার ৪ মেগাবাইট থেকে ২০ গিগাবাইট পর্যন্ত। ৪ এমবি প্যাকেজের দাম ২ টাকা এবং মেয়াদ ২ দিন। ৭৫ এমবি প্যাকেজের মেয়াদ ৭ দিন এবং দাম ৩০ টাকা। ১ জিবি প্যাকেজের দাম ২৭৫ টাকা এবং মেয়াদ ২৮ দিন। অন্য প্যাকেজগুলোর মধ্যে আছে ২৫০ এমবি ৯৯ টাকা, ২ জিবি ৩৫০ টাকা, হেভি ব্রাউজিং প্যাক ৯৫০ টাকা এবং ২০ জিবি ২ হাজার টাকা। ২০ জিবি প্যাকেজের মেয়াদ ৩০ দিন এবং বাকি তিনটি প্যাকেজের মেয়াদ ২৮ দিন।
গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অ্যালান বনকে প্যাকেজগুলো চালু করেন।
তিনি বলেন, প্যাকেজগুলো সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এগুলো সুলভ এবং ইন্টারনেটের কার্যকর ব্যবহার নিশ্চিত করবে। গ্রাহকরা তাদের প্রয়োজন অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।
প্যাকেজ চালু করতে গ্রাহকদের *৫০০০# ডায়াল করতে হবে অথবা নির্দিষ্ট কোড লিখে এসএমএস পাঠাতে হবে ৫০০০ নম্বরে। এই প্যাকেজগুলো ৩জি এবং ২জি উভয় এলাকায় প্রযোজ্য হবে। ৩জি এলাকায় ২০ জিবি ছাড়া অন্য প্যাকেজগুলোর গতি হবে ১ এমবিপিএস এবং ২০ জিবি প্যাকেজের গতি হবে ২ এমবিপিএস। তবে ৩জি কাভারেজের বাইরে সব প্যাকেজের জন্য ২জি গতি প্রযোজ্য হবে।
কোম্পানির ‘ইন্টারনেট ফর অল’ লক্ষ্য সম্পর্কে অ্যালান বনকে বলেন, বাংলাদেশের সকল মানুষের কাছে ইন্টারনেট পৌছে দেয়াই শুধু আমাদের লক্ষ্য নয়, আমরা চাই সবাই যেন ইন্টারনেটে তার চাহিদা অনুযায়ী কনটেন্ট খুজে পান। সুযোগের স্বদ্ব্যবহার করা হলে আকাশ ছোয়াও অসম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.