আসসালামু অলাইকুম বন্ধুরা , কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন, আমি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভাল আছি, আমি আজ যে টিপসটি শেয়ার করবো, আশা করি আপনাদের কাজে লাগবে,
তো চলুন বিষয়টা নিয়ে একটু আলোচনা করি । বর্তমানে লক্ষ্য করলে দেখা যায় অনেকেই Wireless Mouse এবং Keyboard ব্যাবহার করে, বিশেষ করে যারা Laptop ব্যাবহার করে। আর এটার সুবিধা অনেক বেশী তা আমরা সবাই জানি, যেমন ইচ্ছা করলে একটু দূরে থেকেও কাজ করা যায়, আর স্মার্ট দেখা যায়, ইত্যাদি সুবিধা আছে । এখন কথা হল এটা যে ব্যাটারির সাহায্যে চলে থাকে অনেকের কাছ থেকে জানা গেছে, তার Wireless Mouse এর ব্যাটারির চার্জ মাত্র ১০ দিন যায়, আবার অনেকে বলে ১৫, ২০ , ৩০ দিন ও যায়। এটা নির্ভর করে আপনার চালানোর উপরে, আমি নিজেও একটি Wireless Mouse ‘A4tech‘ এর ব্যবহার করি। আমারটার চার্জ সাধারণত ১৫-২০ দিন যায়। নিম্নে লিখিত কিছু বিষয়
মেনে চলে আমার ব্যাটারির চার্জ এখন ১ মাস যায়।
Wireless Mouse এবং Keyboard এর ব্যাটারির চার্জ দির্ঘ সময় ধরে রাখার কার্যকর নিয়ম
*আপনার মাউস এবং মাউসের ড্রাইভ কাছাকাছি রাখবেন, যেমন আমার ল্যাপ্টপের USB পোর্ট চারটি,
৩ টি পোর্ট বাম পাশে, অপরটি ডান পাশে,
(আমি মাউস সব সময় ডান পাশে রেখে চালাই) এতো দিন মাউসের ড্রাইভ বাম পাশে ছিল,
অর্থাৎ ড্রাইভ থেকে মাউস একটু দূরে ছিল তাই চার্জ একটু বেশী যাচ্ছিল।
মোটকথা আপনার মাউস এবং মাউসের ড্রাইভ যত বেশী কাছাকাছি থাকবে ততই চার্জ কম যাবে।
*আপনি যখন ল্যাপ্টপ/ পিসি বন্ধ করেন, তখন আপনার মাউসের সুইচ Off করে দিন।
*আপনার মাউসটি ‘mouse pad’ এর উপরে রেখে চালানোর চেষ্টা করুণ, না থাকলে এমন কিছুর উপরে রাখুন, যাতে আপনার মাউস নাড়াতে কোন বাঁধাপ্রাপ্ত না হয়, অর্থাৎ দ্রুত চলতে পারে।
*ভাল মানের ব্যাটারি ব্যাবহার করুণ।
* Keyboard এর জন্য একই নিয়ম প্রয়োগ করুণ।
প্রথম নিয়মটি বেশ কার্যকরী।
একটি মন্তব্য পোস্ট করুন
0 মন্তব্য(গুলি)
Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.