+8801738267201

0
আমরা বেশিরভার Android ইউজাররা মিডিয়াটেকের প্রসেসরের Walton/Symphony স্মার্টফোন ব্যাবহার করি । ফোনে নতুনত্ব আনতে কাস্টম রম ফ্লাশ করি অনেকেই ।অনেক সময় কাস্টম রমে বাগ থাকার কারনে অথবা ফ্লাশ করতে গিয়ে ভুল করলে imei invalid হয়ে যায় । কখনো কখনো সিম কার্ড থাকা স্বত্বেও সিম কার্ড আনপ্লাগড দেখায় মানে সিম কার্ড পায় না ।ফলে কাস্টমার কেয়ারে ৩-৪ দিন এর জন্য ফোন ফেলে রাখতে হয় ।  আজ আমি আপনাদের এর সমাধান দেখাব ।

প্রথমে দেখাব কিভাবে সিম কার্ড আনপ্লাগড দেখালে কি করবেন

এর জন্য আপনার দরকার হবে
১   ফোনের Firmwere (search google)
২  Driver
৩  ল্যাপটপ অথবা ডেক্সটপ পিসি
প্রথমে আপনার Firmwere আনজিপ করুন এবং প্রয়োজনীয় driver ইন্সটল করুন ।
এবার sp flash ওপেন করুন ও android-scatter সিলেক্ট করুন ।

এখন format button এ ক্লিক করুন এবং ok তে ক্লিক করুন (চিত্র অনুযায়ী)

ok তে ক্লিক করার পর আপনার ফোন কানেক্ট করুন usb দিয়ে । ফোন অবশ্যই বন্ধ থাকতে হবে ।
১০ সেকেন্ড এর মত লাগতে পারে শেষ হতে এরপর এমন মেসেজ আসবে

এবার ফোনটি usb থেকে খুলে ফেলুন । আর অবশ্যই ফোন অন করবেন না ।
এবার সবুজ মেসেজটি কেটে দিয়ে download বাটনে ক্লিক করুন তারপর মোবাইল usb তে কানেক্ট করুন ।

৪-৫ মিনিট লাগতে পারে । শেষ হয়ে গেলে আগের মেসেজটি দেখাবে । এবার আপনার ফোন অন করুন । দেখুন সিম কার্ড পেয়েছে কিন্তু imei invalid
এবার দেখাব কিভাবে imei ফিক্স করবেন
প্রথমে mobileuncle mtk droid tool ইন্সটল দিন । এবার নিচের চিত্র অনুযায়ী ফলো করুন

Engineer mode (MTK) সিলেক্ট করুন

এবার  phone 1 সিলেক্ট করুন

এই পেইজ আসলে AT+EGMR=17″” সিলেক্ট করুন এবং AT+EGMR=17″123456789″ এভাবে আপনার imei বসিয়ে SEND AT COMMAND এ ক্লিক করুন ।
123456789 এর স্থানে আপনার imei দিন

এবার ফোন রিবুট দিন । দেখুন একটি imei পেয়ে গেছে ।
এবার আগের প্রসেস মত এগিয়ে phone 1 এর পরিবর্তে phone 2 সিলেক্ট করুন  ও AT+EGMR=1,10,”” সিলেক্ট করে আপনার অপর imei দিয়ে SEND AT COMMAND এ ক্লিক করুন ও রিবুট দিন ।
এবার আপনার imei পেয়ে গেছে ।

একটি মন্তব্য পোস্ট করুন

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.